Ajker Patrika

শপিং ব্যাগে ককটেল ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৫: ৫৯
শপিং ব্যাগে ককটেল ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে একটি শপিং ব্যাগ থেকে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিরা ডারাকাটা মোড়ের একটি বাড়ির পেছন থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। 

ওবায়দুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবরে একটি শপিং ব্যাগের মধ্যে থাকা দুটি ককটেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। কোনো পক্ষ হয়তো মজুত করে রেখেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত