নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের চার কর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত রোববার রাত ১২টার দিকে সিংড়ার চলনবিল উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় তাঁদের আটক করা হয় বলে জানান স্থানীয়রা।
আটক চার কর্মী হলেন উপজেলার বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে ও যুবদল কর্মী সোহাগ (৩৭), একই এলাকার কুদ্দুস মণ্ডলের ছেলে ও ছাত্রদল কর্মী সালমান (২২), ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে ও যুবদল কর্মী রায়হান, (৩৫) একই এলাকার হীরকের ছেলে ও যুবদল কর্মী আলামিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বিদ্যুতের সেচপাম্পের কাছ থেকে ট্রান্সফরমার খুলছিল ওই চোর চক্রের সদস্যরা। স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন। এ সময় ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা তাঁদের গণপিটুনি দেণ। এ সময় পুলিশ এসে ওই চোর চক্রের চার সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি জনগণের সম্পদ চুরি করে বা এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ড করে, তাঁর বিরুদ্ধে দল কোনো রকম দয়া করবে না। আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এতে আমাদের সহযোগিতা থাকবে।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই চার চোরকে আটক করে থানা নিয়ে আসে। পরে তাঁদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাটোরের সিংড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের চার কর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত রোববার রাত ১২টার দিকে সিংড়ার চলনবিল উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় তাঁদের আটক করা হয় বলে জানান স্থানীয়রা।
আটক চার কর্মী হলেন উপজেলার বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে ও যুবদল কর্মী সোহাগ (৩৭), একই এলাকার কুদ্দুস মণ্ডলের ছেলে ও ছাত্রদল কর্মী সালমান (২২), ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে ও যুবদল কর্মী রায়হান, (৩৫) একই এলাকার হীরকের ছেলে ও যুবদল কর্মী আলামিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বিদ্যুতের সেচপাম্পের কাছ থেকে ট্রান্সফরমার খুলছিল ওই চোর চক্রের সদস্যরা। স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন। এ সময় ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা তাঁদের গণপিটুনি দেণ। এ সময় পুলিশ এসে ওই চোর চক্রের চার সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি জনগণের সম্পদ চুরি করে বা এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ড করে, তাঁর বিরুদ্ধে দল কোনো রকম দয়া করবে না। আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এতে আমাদের সহযোগিতা থাকবে।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই চার চোরকে আটক করে থানা নিয়ে আসে। পরে তাঁদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসানের শতকোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্যমতে, এসব সম্পদের মধ্যে রয়েছে রাজধানী ঢাকায় কয়েকটি ফ্ল্যাট, প্লট...
৭ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে অবৈধ কারখানায় অবাধে তৈরি করা হচ্ছে সরকারঘোষিত নিষিদ্ধ পলিথিন। এ ছাড়া পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত অদৃশ্য গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন।
৮ ঘণ্টা আগেমানিকগঞ্জের সাটুরিয়ার প্রান্তিক চাষিরা ব্যাপকভাবে ঝুঁকে পড়েছেন সবুজ বিষবৃক্ষ তামাক আবাদে। বেশি ফলনের আশায় অতিমাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করছেন তাঁরা। ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। অন্যদিকে যত্রতত্র তামাক রোদে শুকানোর ফলে এর বিষাক্ত দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ।
৮ ঘণ্টা আগেশুষ্ক মৌসুমে পানিশূন্য থাকে বগুড়ার অধিকাংশ নদী। এ সময় নদীর বুকজুড়ে চাষ করা হয় বিভিন্ন ফসল। গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে যমুনাও। এর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। সেখানেও চাষ করা হচ্ছে বিভিন্ন ফসল।
৯ ঘণ্টা আগে