Ajker Patrika

সিরাজগঞ্জে আ. লীগ নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ককটেলসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে আ. লীগ নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ককটেলসহ আটক ২

সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর ও বালু ব্যবসায়ী আব্দুস সাত্তারকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় নিষ্ক্রিয় ৭টি ককটেল বোমা, ৮টি ইলেকট্রিক শক স্টিক ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার মোবারকপুর মিলপট্রি এলাকার আজিজুর রহমানের ছেলে আল-আমিন হোসেন (২৩) ও ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার তালশার মালতেপাড়া গ্রামের মৃত আকেজের ছেলে মিকাইল (১৯)।

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

র‍্যাব অধিনায়ক জানান, গতকাল সোমবার বিকেলে সলঙ্গা থানার চরিয়াশিকা এলাকায় আসামিরা আব্দুস সাত্তারকে ব্যবসার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যান। পরে তাঁকে আটক করে টাকা দাবি করেন। এ সময় তাঁরা বোমা বিস্ফোরণ করে এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই আসামিকে আটক করে।

মো. মারুফ হোসেন আরও বলেন, আসামি আল-আমিন ও মিকাইল কারিগরি কাজে দক্ষ। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী অপরাধ চক্রের মূল হোতা শামীমের নেতৃত্বে অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে (শামীম পলাতক) তারা। এই চক্রটি দীর্ঘদিন হলো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে তাঁদের কার্যক্রম চালিয়ে আসছিল।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ৭টি ককটেল উদ্ধার করা হয়। পরে রাতেই র‍্যাব হেডকোয়ার্টারের বোমা নিষ্ক্রিয়করণ দল এসে অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

এদিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, চরিয়াশিকা এলাকায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। চরিয়াশিকা এলাকায় একটি বাড়ি ভাড়া নেন কয়েক জন যুবক। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের বালু ব্যবসায়ী (সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর) আব্দুস সাত্তারকে বালু ব্যবসার কথা বলে ডেকে আনেন কয়েকজন যুবক।

তাঁরা একটি কক্ষে বালু ব্যবসায়ী আব্দুস সাত্তারকে আটকের পর মুক্তিপণ দাবি করেন। এ সময় সাত্তারের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে যুবকেরা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। বোমায় বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত