Ajker Patrika

ঝড়ের রাতে আনসার সদস্যদের হাত-পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
ঝড়ের রাতে আনসার সদস্যদের হাত-পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকার সুযোগে বগুড়ার শিবগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ব্যাংকের আনসার সদস্য ও নৈশপ্রহরীর হাত-পা, বেঁধে মোবাইল ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের কোনো টাকা লুট হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের ওই ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ বন্দরে অবস্থিত সোনালি ব্যাংকের শাখা অফিসে এ ঘটনা ঘটে। 

ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী বলেন, ‘সোমবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ না থাকায় ৮-১০ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে ব্যাংকের নৈশ প্রহরী আব্দুর রহমানের (৬০) হাত-পা ও মুখ, বেঁধে পার্শ্ববর্তী বিআরডিসি অফিস চত্বরে বেঁধে ফেলে রাখে। পরে ডাকাতদল সোনালী ব্যাংকের প্রধান দুটি দরজার তালা ভেঙে দ্বিতীয় তলায় প্রবেশ করে।’ 

বগুড়ার শিবগঞ্জ বন্দরে অবস্থিত সোনালি ব্যাংকের শাখা অফিসের ভল্টতিনি আরও বলেন, ‘ব্যাংকের দায়িত্বে থাকা আনসার সদস্য নয়ন হোসেন (৩০) ও ফরহাদ হোসেনের (২৫) হাত-পা ও মুখ বেঁধে ব্যাংকের স্ট্রং রুমের হুইল ভেঙে ভল্ট রুমে প্রবেশ করতে গিয়ে ব্যর্থ হয়। পরে তাঁরা দুজন আনসার সদস্যের মোবাইল ও তাঁদের কাছে থাকা ২ হাজার ৫ শ’ টাকা নিয়ে পালিয়ে যায়।’ তবে ব্যাংকের কোনো টাকার ক্ষতি হয়নি বলে জানান তিনি। 

এ বিষয়ে শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সংঘবদ্ধ ডাকাত দল ব্যাংকে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ব্যাংকের কোনো টাকা ডাকাত দল নিয়ে যেতে পারেনি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত