Ajker Patrika

বগুড়ায় আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫: ৫৬
বগুড়ায় আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩০০ টাকার সম্পদ অবৈধভাবে আয় করার অভিযোগে এই মামলা করা হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণী দাখিলের সময় তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দুদকের সমন্বিত কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে এ দিনই দুদকের কর্মকর্তা আমিনুল বাদী হয়ে মোহনের বিরুদ্ধে মামলা করেন। 

দুদকের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রথমে আওয়ামী লীগের নেতা মোহনের কাছে সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৮ আগস্ট সম্পত্তির হিসাব দেন তিনি (মোহন)। এর মধ্যে ৯ কোটি ৮৭ লাখ ৩০০ টাকার সম্পদ আয়ের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি। এ ছাড়া হিসাব বিবরণীতে প্রায় ২৩ লাখ টাকার সম্পদ গোপন রাখেন মোহন, যা পরবর্তী সময়ে আমরা জানতে পারি।’

মামলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মোহন বলেন, ‘এখনো অভিযোগ বিষয়ে জানি না। আমি সব সম্পদের হিসাবই দাখিল করেছি। তার পরও মামলা যদি হয়েই থাকে, তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন বাকিটা আদালতেই জবাব দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত