বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আয়নাল হোসেন উপজেলার নটাবাড়িয়া গ্রামের মৃত আব্দুলের জলিলের ছেলে ও মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জানতে চাইলে মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল অলিম আজকের পত্রিকাকে বলেন, আয়নাল হোসেন বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। গত বুধবার সন্ধ্যায় তাঁকে এলাকায় দেখা গেছে। শনিবার সকালে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ পায় এলাকার লোকজন। ভেতরে ঢুকে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। দরজার সামনেই মেঝেতে লাশ পড়ে আছে। মনে হচ্ছে কয়েক দিন আগে মারা গেছে।’ চাচাতো ভাই আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আয়নাল হোসেনের সঙ্গে বুধবার বিকেলে মোবাইল ফোন কথা হয়েছিল। তার মেয়েকে বিয়ে দিয়েছে। স্ত্রী আরেক সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকত।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আয়নাল হোসেন উপজেলার নটাবাড়িয়া গ্রামের মৃত আব্দুলের জলিলের ছেলে ও মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জানতে চাইলে মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল অলিম আজকের পত্রিকাকে বলেন, আয়নাল হোসেন বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। গত বুধবার সন্ধ্যায় তাঁকে এলাকায় দেখা গেছে। শনিবার সকালে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ পায় এলাকার লোকজন। ভেতরে ঢুকে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। দরজার সামনেই মেঝেতে লাশ পড়ে আছে। মনে হচ্ছে কয়েক দিন আগে মারা গেছে।’ চাচাতো ভাই আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আয়নাল হোসেনের সঙ্গে বুধবার বিকেলে মোবাইল ফোন কথা হয়েছিল। তার মেয়েকে বিয়ে দিয়েছে। স্ত্রী আরেক সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকত।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার আদমদীঘিতে একটি গরু চুরি করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ায় এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলায় ইছামতী নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে নলবাড়ী উচ্চবিদ্যালয়। স্কুল ভবন থেকে এখন মাত্র ৩ থেকে ৭ ফুট দূরে নদীর ভাঙন হচ্ছে। দ্রুত নদী শাসনের মাধ্যমে স্কুলটি রক্ষার দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী।
৮ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকালে বান্দরবানের মুক্তমঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্রসমাজের আয়োজনে এই
১০ মিনিট আগেসিলেটে এক সপ্তাহ ধরে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিদিন এক-তৃতীয়াংশ এলাকায় লোডশেডিং হচ্ছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন ভুক্তভোগীরা। তবে কর্তৃপক্ষ বলছে, তারা বাইরে থেকে বিদ্যুৎ এনে ঘাটতি পূরণ করছে। এই স্টেশন বন্ধ থাকলেও কোনো প্রভাব পড়ছে না তাতে।
১৮ মিনিট আগে