Ajker Patrika

যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আয়নাল হোসেন উপজেলার নটাবাড়িয়া গ্রামের মৃত আব্দুলের জলিলের ছেলে ও মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

জানতে চাইলে মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল অলিম আজকের পত্রিকাকে বলেন, আয়নাল হোসেন বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। গত বুধবার সন্ধ্যায় তাঁকে এলাকায় দেখা গেছে। শনিবার সকালে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ পায় এলাকার লোকজন। ভেতরে ঢুকে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। দরজার সামনেই মেঝেতে লাশ পড়ে আছে। মনে হচ্ছে কয়েক দিন আগে মারা গেছে।’ চাচাতো ভাই আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আয়নাল হোসেনের সঙ্গে বুধবার বিকেলে মোবাইল ফোন কথা হয়েছিল। তার মেয়েকে বিয়ে দিয়েছে। স্ত্রী আরেক সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকত।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত