Ajker Patrika

বগুড়া শহরে ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯: ৪৩
বগুড়া শহরে ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া শহরতলীর বেজোড়া এলাকায় ছুরিকাঘাতে জুনায়েদ আলী (২০) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় খুনের ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ আলী শহরতলীর সুজাবাদ পূর্বপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হোসেন (২৫) ও শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জামিরুল ইসলাম।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকে বেজোড়া থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকে চালকসহ সাতজন ছিলেন। বিপরীত দিক থেকে দুই মোটরসাইকেলে চার যুবক বেজোড়ার দিকে যাচ্ছিলেন। বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের বাগ্‌বিতণ্ডা চলে। এ সময় মোটরসাইকেলে থাকা যুবকেরা চাকু বের কররে ইজিবাইকে থাকা তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত