Ajker Patrika

স্ত্রীর মৃত্যুর আধা ঘণ্টা পর মারা গেলেন স্বামীও 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৭
স্ত্রীর মৃত্যুর আধা ঘণ্টা পর মারা গেলেন স্বামীও 

এক যুগ আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সরোয়ার হোসেন (৩৫) ও লাইলি খাতুন (৩০)। বেশ কয়েক দিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন লাইলি। গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাঁকে। এর কিছুক্ষণ পর মারা যান তিনি। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে আধা ঘণ্টা পর মারা যান স্বামীও। 

এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে পাবনার ভাঙ্গুড়ায়। তাঁদের বাড়ি উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামে। আট বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে এই দম্পতির। এমন মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শত শত মানুষ মৃত দম্পতিকে একনজর দেখার জন্য ভিড় করেন ওই বাড়িতে। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় ভেড়ামারা কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়। 

স্থানীয়রা জানান, প্রায় এক যুগ আগে ভালোবেসে সংসার পেতেছিলেন সরোয়ার ও লাইলি দম্পতি। বেশ কয়েক দিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন লাইলি খাতুন। গতকাল দুপুরে লাইলির শারীরিক অসুস্থতা বাড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের মারা যান লাইলি। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে প্রায় আধা ঘণ্টার মধ্যেই মারা যান স্বামী সরোয়ারও। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন, ‘স্ত্রীর মৃত্যু দেখে স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকতে পারে।’ 

পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েতুল হক দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় ৩০ মিনিট সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যু খুবই দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত