Ajker Patrika

ট্রাক প্রতীক চেয়ে নিলেন মাহি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩: ২৩
Thumbnail image

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির পছন্দের প্রতীক ট্রাক। প্রতীক বরাদ্দের দিন তিনি এই প্রতীকই চেয়ে নিয়েছেন। এ আসনের নির্বাচনের অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাঁকে সরাসরি এ প্রতীক বরাদ্দ দিয়েছেন। 

আজ সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তাঁর পছন্দের কোনো প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তাঁর পছন্দের প্রতীক ট্রাক। অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চাওয়াই রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেন। 

প্রতীক বরাদ্দ শেষে মাহিয়া মাহি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী জানান, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তাঁর ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তাঁর প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খেলনা ট্রাক দেখাচ্ছেন মাহিয়া মাহি। ছবি: আজকের পত্রিকামাহি বলেন, ‘আমার সঙ্গে যাঁরা প্রতিদ্বন্দ্বী আছেন, তাঁরা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।’

এর আগের রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রার্থীদের অনেকেই নিজে উপস্থিত ছিলেন। অনেকে আবার নিজে না থেকে প্রতিনিধিকে প্রতীক বরাদ্দ নিতে পাঠিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত