Ajker Patrika

রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুই ভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
রাণীনগরে গুঁড়িয়ে দেওয়া ইটভাটা। ছবি: আজকের পত্রিকা
রাণীনগরে গুঁড়িয়ে দেওয়া ইটভাটা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন হেলালের অবৈধ ইটভাটাসহ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে দুই ইটভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়া।

মো. মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানাসহ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলার চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মেসার্স রিফাত ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত