Ajker Patrika

জয়পুরহাটে জমে উঠেছে ঈদ বাজার

প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২১, ১৩: ৪৯
জয়পুরহাটে জমে উঠেছে ঈদ বাজার

জয়পুরহাট : শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতা ও বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসার কথা থাকলেও অনেকেই সেটি মানছেন না। গতকাল রোববার সরেজমিনে জয়পুরহাটের বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা যায়, অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করেছেন। কিন্তু জনসমাগম বেশি হওয়ায় সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। জেলা সদরের মৌসুমী মর্কেট, নিউ মার্কেট, পূর্ব বাজারের বড় বড় কাপড় ও শপিং মলসহ অন্যান্য কসমেটিকস, জুতা ও সাধারণ কাপড়ের দোকানগুলোতে সামাজিক দূরত্ব না মেনেই ভিড় করছেন ক্রেতারা।

পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি শফি বিশ্বাস জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার কাজ চলছে। মাস্ক না থাকলে কাউকে দোকানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বাবুল গার্মেন্টসের স্বত্বাধিকারী বাবুল করিম জানান, দোকানিদের জন্য লকডাউন শিথিল করায় শেষ মুহূর্তে এসে পুরোদমে বেচাকেনা চলছে। এবার দেশি শাড়ির বেশ চাহিদা। সিল্ক, কাতান ও টাঙ্গাইলের শাড়ি কিনছেন অনেকেই। এছাড়া লেহেঙ্গা, গাউন, থ্রিপিস, স্কাট ও শিশুদের বেবী সেটও বিক্রি হচ্ছে।

সাজ লেডিস কালেকশনের মালিক নাসরিন আকতার জানান, ক্রেতারা তাঁদের সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করে কেনাকাটা করছেন। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ক্রেতা-বিক্রেতা সবারই একটু ঝামেলা হচ্ছে।

বিশ্বাসপাড়ায় কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানান, ২ হাজার ৮০০ টাকার মধ্যে পাঞ্জাবি কিনেছেন তিনি। এবার মার্কেটে সব পণ্যের দাম সহনীয় রয়েছে বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

পাহাড়সম প্রত্যাশার পথে ভুল আর বাধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত