তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র্যাব-৫। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভালুকাকান্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন-রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ভালুকা এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল ও রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকার আনোয়ার হোসেন ওরফে সাবের আলী।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান, ২০২০ সালের জানুয়ারিতে তানোর উপজেলার রঞ্জু, আলমগীর ও মেহেদী হাসান নামের তিন যুবককে সেনাবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় প্রতারক চক্রটি। সাবের আলীর বাসায় তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। ভুক্তভোগীদের বিশ্বাস করাতে নিজের ছেলেকেও ওই পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে দেখায় প্রতারক বাবুল। তারা চাকরি দেওয়ার কথা বলে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে।
পরে রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট ক্লিনিকে শারীরিক পরীক্ষা সম্পন্ন করে তাদের শারীরিক যোগ্যতা ঠিক আছে বলে জানায়। ফেব্রুয়ারিতে একটি ভুয়া নিয়োগপত্র দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ওই বছরের জুনে তাদের র্কমস্থলে যোগদান করতে হবে জানিয়ে যোগদানের আগে অবশিষ্ট টাকা চাওয়া হয়। অবশিষ্ট টাকা পরিশোধের কথা বলে রঞ্জু এবং আলমগীরের কাছ থেকে খালি চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
এরপর ভুক্তভোগীরা ঢাকায় চাকরিতে যোগদানের জন্য গিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে সাবের আলীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। ওই ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের দুই সদস্য সাবের ও বাবুলকে আটক করা হয়েছে।
নাজমুস সাকিব বলেন, আটককৃতরা টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার অভিযোগ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তানোর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী। তিনি বলেন, ‘আসামীদের আজ রোববার সকালে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’
রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র্যাব-৫। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভালুকাকান্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন-রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ভালুকা এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল ও রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকার আনোয়ার হোসেন ওরফে সাবের আলী।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান, ২০২০ সালের জানুয়ারিতে তানোর উপজেলার রঞ্জু, আলমগীর ও মেহেদী হাসান নামের তিন যুবককে সেনাবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় প্রতারক চক্রটি। সাবের আলীর বাসায় তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। ভুক্তভোগীদের বিশ্বাস করাতে নিজের ছেলেকেও ওই পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে দেখায় প্রতারক বাবুল। তারা চাকরি দেওয়ার কথা বলে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে।
পরে রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট ক্লিনিকে শারীরিক পরীক্ষা সম্পন্ন করে তাদের শারীরিক যোগ্যতা ঠিক আছে বলে জানায়। ফেব্রুয়ারিতে একটি ভুয়া নিয়োগপত্র দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ওই বছরের জুনে তাদের র্কমস্থলে যোগদান করতে হবে জানিয়ে যোগদানের আগে অবশিষ্ট টাকা চাওয়া হয়। অবশিষ্ট টাকা পরিশোধের কথা বলে রঞ্জু এবং আলমগীরের কাছ থেকে খালি চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
এরপর ভুক্তভোগীরা ঢাকায় চাকরিতে যোগদানের জন্য গিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে সাবের আলীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। ওই ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের দুই সদস্য সাবের ও বাবুলকে আটক করা হয়েছে।
নাজমুস সাকিব বলেন, আটককৃতরা টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার অভিযোগ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তানোর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী। তিনি বলেন, ‘আসামীদের আজ রোববার সকালে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
১৫ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে