Ajker Patrika

বৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধস, চাপা পড়ে ১ জনের মৃত্যু

বগুড়া ও শাজাহানপুর প্রতিনিধি
কিবরিয়া। ছবি: সংগৃহীত
কিবরিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ভারী বৃষ্টিপাতে ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় পুকুরপাড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কিবরিয়া (৫০)। তাঁর বাড়ি রাজশাহীর মতিহার থানার বুথপাড়া এলাকায়। তিনি ১৮ বছর ধরে শাজাহানপুর উপজেলার ফুলতয়াল পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একাই থাকতেন এবং ইলেকট্রিকমিস্ত্রির কাজ করতেন।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মাটি সরিয়ে কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। প্রচুর বৃষ্টিপাতের কারণে রেজাউল করিমের মাটির ঘরের দেয়াল ধসে কিবরিয়ার ওপর পড়ে। আমাদের লোকজন মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন।’

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয়। সকালে অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় থাকা কিবরিয়ার ওপরে পড়ে। তাঁকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল মাহমুদ আরও বলেন, কিবরিয়ার একটা মেয়ে রয়েছে। রাজশাহীতে পড়াশোনা করেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি বগুড়ায় একাই বসবাস করছিলেন। তাঁর লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শাজাহানপুর থানার ‍ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত