Ajker Patrika

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।

আটক পুলিশ কনস্টেবলের পুলিশের রাজশাহী রেঞ্জে কর্মরত এবং তিনি বিবাহিত, বাড়িতে তার স্ত্রী-সন্তান আছে।

অপরদিকে যে নারীর ঘরে তাঁকে পাওয়া গেছে, তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তবে আটক পুলিশ কনস্টেবলের দাবি, আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ওই নারীকে ‘কলেমা পড়ে’ বিয়ে করেছেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘ওই নারী তাঁর মায়ের বাড়িতেই থাকতেন। সেখানে রাতে আমাদের কনস্টেবল যান। তখন কিছু মানুষ দুজনকে ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদের থানায় এনেছি।’

ওসি বলেন, ‘কনস্টেবল দাবি করেছেন যে কলেমা পড়ে তিনি ওই নারীকে বিয়ে করেছেন। আগের স্ত্রীও বিষয়টি নিয়ে অবগত। তবে বিয়ের কোনো রেজিস্ট্রি নেই। সে জন্য এখন তিনি রেজিস্ট্রি করে নিতে চাচ্ছেন। দুজন থানায় আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

‘চাইলে ওই কনস্টেবল তাদের বিয়ের রেজিস্ট্রি করে নিতে পারবেন। এ ক্ষেত্রে আগের স্ত্রীর কোনো আপত্তি থাকলে তিনি আইনি পদক্ষেপ নিতে পারবেন’ বলে যোগ করেন ওসি আবদুল মালেক।

রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ‘বিষয়টা আমার নলেজে নাই। এ রকম হয়ে থাকলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত