Ajker Patrika

গাড়ির চাপ থাকলেও যানজট নেই সিরাজগঞ্জের মহাসড়কে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৪, ১২: ১১
গাড়ির চাপ থাকলেও যানজট নেই সিরাজগঞ্জের মহাসড়কে

ঈদ উপলক্ষে যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে কোথাও যানজটের ভোগান্তি নেই। এদিকে মানুষ যে যেভাবে পারছে বাড়ি ফিরছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে ঝুঁকি নিয়েও বাড়ি ফিরছে অনেকে। 

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. জাফর উল্লাহ বলেন, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপনে ঢাকা থেকে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাটের উদ্দেশে যাচ্ছে পশুবাহী যানবাহন। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। মহাসড়কে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত