প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি আরও ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। একই সময় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার আব্দুল লতিফ জানিয়েছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, জেলার যমুনা নদীর পানি সকল পয়েন্টেই বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এদিকে জেলার অভ্যন্তরীণ নদ-নদী চলনবিল, ইছামতি, করতোয়া, ফুলজোড়, হুরাসাগর ও বড়াল নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বসত বাড়িতে পানি ওঠায় ঘরের বেড়া ও গৃহস্থালি জিনিসপত্র নষ্ট হয়ে পড়েছে। ঘরে থাকা চৌকি তলিয়ে যাওয়ায় চৌকি উঁচু করে ও মাচা তৈরি করে বসবাস করতে হচ্ছে। সারাক্ষণ পানিতে থাকায় হাত-পায়ে ঘা সহ পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। বন্যার কারণে কাজকর্ম করতে না পারায় জরুরি ওষুধ ও খাদ্য কিনতে পারছেন না অসহায় মানুষেরা। বসতবাড়িতে পানি ওঠায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করছে বন্যার্তরা।
পানি বাড়ার সঙ্গে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এ অবস্থায় নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষদের।
সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, এরই মধ্যে পাঁচটি উপজেলায় ৮০ মেট্রিকটন চাল ও প্রতিটি ইউনিয়নে ৭০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। পরিস্থিতি দেখে প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে।
বর্তমানে পানিতে আউশ ধান, পাট এবং সবজি খেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। গো চারণভূমি তলিয়ে যাওয়ায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হানিফ বলেন, ‘গত কয়েক দিন ধরে পানি বৃদ্ধি হওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ৪ হাজার ৩৬২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়া ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, বোনা আমন, আগাম সবজি, আখ, বীজতল ও বাদাম। আমরা এসব ক্ষতি প্রাথমিকভাবে নিরপন করছি। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হবে।’
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি আরও ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। একই সময় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার আব্দুল লতিফ জানিয়েছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, জেলার যমুনা নদীর পানি সকল পয়েন্টেই বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এদিকে জেলার অভ্যন্তরীণ নদ-নদী চলনবিল, ইছামতি, করতোয়া, ফুলজোড়, হুরাসাগর ও বড়াল নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বসত বাড়িতে পানি ওঠায় ঘরের বেড়া ও গৃহস্থালি জিনিসপত্র নষ্ট হয়ে পড়েছে। ঘরে থাকা চৌকি তলিয়ে যাওয়ায় চৌকি উঁচু করে ও মাচা তৈরি করে বসবাস করতে হচ্ছে। সারাক্ষণ পানিতে থাকায় হাত-পায়ে ঘা সহ পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। বন্যার কারণে কাজকর্ম করতে না পারায় জরুরি ওষুধ ও খাদ্য কিনতে পারছেন না অসহায় মানুষেরা। বসতবাড়িতে পানি ওঠায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করছে বন্যার্তরা।
পানি বাড়ার সঙ্গে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এ অবস্থায় নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষদের।
সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, এরই মধ্যে পাঁচটি উপজেলায় ৮০ মেট্রিকটন চাল ও প্রতিটি ইউনিয়নে ৭০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। পরিস্থিতি দেখে প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে।
বর্তমানে পানিতে আউশ ধান, পাট এবং সবজি খেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। গো চারণভূমি তলিয়ে যাওয়ায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হানিফ বলেন, ‘গত কয়েক দিন ধরে পানি বৃদ্ধি হওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ৪ হাজার ৩৬২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়া ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, বোনা আমন, আগাম সবজি, আখ, বীজতল ও বাদাম। আমরা এসব ক্ষতি প্রাথমিকভাবে নিরপন করছি। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হবে।’
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সব পক্ষের ইতিবাচক সাড়া
২ মিনিট আগেকমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের লেক (হ্রদ) থেকে রামলাল রবিদাস (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শমশেরনগর চা-বাগানের ১২ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেসোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
১৭ মিনিট আগে২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু
২০ মিনিট আগে