Ajker Patrika

বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে সন্ধান দাবি স্ত্রীর

বগুড়া প্রতিনিধি
বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে সন্ধান দাবি স্ত্রীর

বগুড়ায় আনোয়ার হোসেন হৃদয় (৪০) নামের এক বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর ছয় দিনেও খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁর স্ত্রী আঁখি বেগম। এ সময় তিনি অবিলম্বে স্বামীর সন্ধান দাবি করেন।

আনোয়ার হোসেন হৃদয় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক। শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত ক্লাইমেট চেঞ্জ নামে উপপ্রকল্পে ফিল্ড অর্গানাইজার পদে কর্মরত ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে আঁখি বেগম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না।’ তিনি এ সময় তাঁর স্বামীর সন্ধান দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত তাঁদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে চারজন লোক আনোয়ার হোসেনকে নিয়ে চলে যায়। তাদের যে কিছু জিজ্ঞাসা করব, সে সময়ও পাইনি।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোস্তাফিজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ডিবি পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত