Ajker Patrika

ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০১
ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাইম হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার মল্লিকচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালক ও নিহত নাইমের বন্ধু শিশির সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

নিহত নাইম উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং রাজশাহী বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

স্থানীয় এলাকাবাসী ও থানার পুলিশ বলছে, নাইম ও শিশির দুই বন্ধু মোটরসাইকেলে করে চাটমোহরে যাচ্ছিলেন। পথে উপজেলার মল্লিকচক প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে নাইম সড়কের ওপর পড়ে গেলে ট্রাকটি তাঁর পায়ের ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত