Ajker Patrika

এক গ্রামে তিন সংসদ সদস্য প্রার্থী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭: ৩৪
এক গ্রামে তিন সংসদ সদস্য প্রার্থী

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক গ্রাম থেকেই তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা তিনজনই নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা। এমনকি নির্বাচনে অংশ নেওয়া মোট ১১ প্রার্থীর মধ্যে এই তিনজনসহ ছয় প্রতিদ্বন্দ্বীর বসবাস মাত্র তিন কিলোমিটারের মধ্যে।

ইতিমধ্যে গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের ভু্ঁইয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

ওই গ্রামের তিন প্রার্থী হলেন জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জাকের পার্টি মনোনীত প্রার্থী রবিউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনের মা জাহানার বেগম। জাহানার বেগম বিএনপির আমলে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের সহধর্মিণী।

এ ছাড়া এ দুই জনসহ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিএনএমের প্রার্থী গাজী আবু সায়েম রতনের বাড়ি মাত্র তিন কিলোমিটারের মধ্যে।

জেলা প্রশাসক আবু রাসেল বলেন, তাঁদের তিনজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত