Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার, মনোনয়নপত্রও বাতিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন নয়ন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

এরপর গত রোববার ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে তাঁর সেই দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ফলে উভয়সংকটে পড়েছেন আফজাল হোসেন নয়ন। যদিও তিনি বলছেন, নির্বাচন করার জন্য আপিল করবেন।

জানা গেছে, বগুড়া-৩ আসনের প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কে এম হুমায়ূন কবিরের স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দুপচাঁচিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌফিক আলমকে বহিষ্কার করা হয়েছে। এরপর তাঁর দাখিলকৃত মনোনয়নও বাতিল হয়ে যায়। এতে উভয় কূল হারিয়েছেন তিনি বলে মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে আফজাল হোসেন নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোয় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আমি আপিল করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত