Ajker Patrika

রাজশাহীতে পুকুর থেকে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫: ০২
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় এক পাহারাদারের লাশ পাওয়া গেছে। তাঁকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৮০)। তার বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। এ গ্রামেরই একটি পুকুর পাহারা দিতেন বৃদ্ধ ইব্রাহিম। শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তাঁর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলটি পড়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায়। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘পানি থেকে লাশ তুলে আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। তখন নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত লক্ষ করা গেছে।’

ওসি বলেন, ‘হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার ইব্রাহিম বুঝে ফেলায় তাঁকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করে চোরেরা পালিয়ে গেছে। এটা প্রাথমিক ধারণা, তদন্তে নিশ্চিত হওয়া যাবে।’

ওসি আরও বলেন, ‘আমরা ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে। যত দ্রুত সম্ভব আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত