নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী নিজেই বঁটি দিয়ে গলা কেটেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তিনি ছোট থেকেই খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৪৫)। তিনি উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার, পুলিশ ও স্থানীয়রা বলছে, নার্গিস বেগম ছোট থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এক মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর স্বামী আনোয়ার হোসেন মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে মডেল স্কুল মোড় এলাকায় বাসায় থাকতেন। স্বামীর মৃত্যুর পর তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ ভোরে তার মা মেরিনা আক্তার নামাজ শেষে নার্গিসের গলার আওয়াজ শুনে বাথরুমে যান। সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে নার্গিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে ঢুকে নার্গিস নিজেই বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা হলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে হত্যাকাণ্ড হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
নওগাঁর মহাদেবপুরে বাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী নিজেই বঁটি দিয়ে গলা কেটেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তিনি ছোট থেকেই খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৪৫)। তিনি উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার, পুলিশ ও স্থানীয়রা বলছে, নার্গিস বেগম ছোট থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এক মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর স্বামী আনোয়ার হোসেন মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে মডেল স্কুল মোড় এলাকায় বাসায় থাকতেন। স্বামীর মৃত্যুর পর তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ ভোরে তার মা মেরিনা আক্তার নামাজ শেষে নার্গিসের গলার আওয়াজ শুনে বাথরুমে যান। সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে নার্গিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে ঢুকে নার্গিস নিজেই বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা হলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে হত্যাকাণ্ড হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৭ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে