Ajker Patrika

নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোর প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯: ২৪
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাত ৯টার দিকে নাটোর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ইয়াছিনপুর স্টেশনে পৌঁছার আগেই লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে বিকল্প উপায়ে ট্রেনটিকে টেনে নাটোর রেলওয়ে স্টেশনে এনে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, বুধবার রাত ৯টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হওয়ায় ইয়াসিনপুর ও নাটোর স্টেশনের মাঝামাঝি জায়গায় থেমে যায়। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়।

লালমনি এক্সপ্রেসের বিকল হওয়া ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।স্টেশন মাস্টার রেজাউল করিম আরও জানান, রাত সাড়ে ১১ দিকে বিকল্প উপায়ে ট্রেনটিকে টেনে নাটোর রেলওয়ে স্টেশনে এনে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত