Ajker Patrika

উপহারের মাইক্রোবাসটি দিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪২
Thumbnail image

হবিগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া সেই মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করে ‘অ্যাম্বুলেন্স সার্ভিস’ চালু করলেন হিরো আলম।

আজ শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামে হিরো আলমের বাড়ি থেকে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়।

এ সময় হিরো আলম বলেন, ‘মানুষের ভালোবাসায় আলম থেকে আজ আমি হিরো আলম হয়েছি। হবিগঞ্জ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটি আমি নিজে ব্যবহার করতে পারতাম অথবা বিক্রি করতে পারতাম। কিন্তু তা না করে এলাকার গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্সে রূপান্তর করার ঘোষণা দিই।’

হিরো আলম আরও বলেন, ‘আমাকে আরও দুটি প্রতিষ্ঠান দুটি অ্যাম্বুলেন্স দেবে। সেই অ্যাম্বুলেন্স দুটি আমি এলাকার মানুষের সেবার জন্য দিয়ে দেব।’ হিরো আলম বলেন, ‘অ্যাম্বুলেন্সে ৯৯৯ নম্বর লেখা রয়েছে। গরিব ও অসহায় মানুষ তাদের প্রয়োজনে ফোন করলে সেখানে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্সটি।’

এ সময় রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমি এখনো কোনো দলে যোগ দিইনি। তবে ভবিষ্যতে যেকোনো দল থেকে নির্বাচন করব। তবে কোনো দলের সঙ্গে আমার কথা হয়নি। তবে আগামী সংসদ নির্বাচনে বগুড়ার যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারি।’

হিরো আলম ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

গত ৭ ফেব্রুয়ারি হিরো আলমকে উপহার হিসেবে টয়োটা নোয়া ১৯৯৮ মডেলের মাইক্রোবাসটি উপহার দেন হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নরপতি গ্রামের অধ্যক্ষ মুখলিছুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত