Ajker Patrika

পুকুরে মিলল শ্রমিকের মরদেহ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৩: ৪৪
পুকুরে মিলল শ্রমিকের মরদেহ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুরের পুকুর থেকে হাসানুল ইসলাম হাসু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর শুনে থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য জয়পুরহাট জেলা সরকারি আধুনিক হাসপাতালে পাঠায়। 

জানা যায়, নিহত যুবক উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক জানান, নিহত হাসু একটি মুরগির খামারে শ্রমিকের কাজ করতেন। গতকাল থেকে তাঁকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। আজ সকালে পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। 

স্থানীয় সাইদুর ইসলাম নামের ভীমপুর গ্রামের এক মুরুব্বি বলেন, ‘গতকাল বেলা সাড়ে ১১টার সময় হাসুকে আমি সাইকেল চালিয়ে হিলি বাজারে যেতে দেখেছি। আজ তাঁর মরদেহ দেখতে হলো।’

নিহত হাসুর ছবি বুকে নিয়ে তাঁর হতভাগ্য বাবা শফিকুল কাঁদতে কাঁদতে বলেন, ‘স্থানীয় এক যুবক তাঁর কাছে টাকা পেতেন এবং বারবার টাকার জন্য চাপ দিচ্ছিলেন। সময়মতো টাকা ফেরত দিতে না পারায় স্থানীয় সেই যুবক এমন কাজ করতে পারেন।’ 

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত