Ajker Patrika

নাটোরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় শিশুর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ২০: ০৫
নাটোরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় শিশুর মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত ভ্যানের চাকার নিচে পৃষ্ট হয়ে রাসেল নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত শিশু রাসেল ওই এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, খুবজীপুর উত্তরপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি গ্রামীণ পাকা সড়ক। সড়কের পাশেই শিশু রাসেলের বাড়ি। মায়ের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়েছিল শিশুটি। সকাল আনুমানিক ৮ দিকে ওই সড়ক দিয়ে যোগেন্দ্রনগর থেকে চাঁচকৈড় যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত ভ্যান দ্রুত গতিতে আসছিল। ভ্যানটি শিশুটির বাড়ির রাস্তার সামনে আসতেই মায়ের হাত থেকে শিশুটি দৌড় দেয় রাস্তার দিকে। ঠিক সেই মুহূর্তেই ভ্যানের চাকার নিচে পরে মারা যায় শিশুটি। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায়। তবে ভ্যান চালক পালিয়ে যাওয়ার কারণে কোনো সন্ধান পাওয়া যায়নি। 
 
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত ছাড়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যান চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত