বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ সংগ্রহ করতে গিয়ে এমন অভিযোগ তোলেন শ্বাসকষ্টের রোগী বেগম সুলতানা খানমের ছেলে অ্যাডভোকেট শাহানূর ইসলাম।
ভুক্তভোগী শাহানূর ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে তার মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল। আজ শ্বাসকষ্ট বেশি হওয়ায় শনিবার দুপুরের দিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাঁর অবস্থা দেখে তাঁকে গ্যাস দিতে বলেন। এ সময় গ্যাস দেওয়া নেবুলাইজারে তরল সলিউশন ব্যবহার করা হয়। সলিউশন এর গায়ে লেখা তারিখ অনুযায়ী দেখা যায় প্রায় এক মাস আগেই সেটির মেয়াদোত্তীর্ণ হয়েছে।’
শাহানূর আরও বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মায়ের আগে আরেক ব্যক্তিকে ওষুধ প্রয়োগ করা হচ্ছিল সেটিরও মেয়াদ ফুরিয়ে গেছে। এরপর কর্তৃপক্ষকে বিষয়টি আমি অবহিত করলে তারা সেই ওষুধ প্রয়োগ বন্ধ করেন দেন।’
এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ সংরক্ষণাগারের স্টোর কিপার রুহুল আমিন জরুরি বিভাগের লোকজনের ওপর দায় দিয়ে বলেন, ‘ওষুধের স্টোর থেকে এই ওষুধ সরবরাহ করা হয়নি। জরুরি বিভাগের লোকজন কোথা থেকে এই ওষুধ পেয়েছেন ও তা প্রয়োগ করছেন তাও তার জানা নেই। তবে এমন ঘটনার কথা তিনিও নাকি শুনেছেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিগত বেশ কয়েক দিন ধরে এমন ঘটনা ঘটেছে হাসপাতালে। আজ জানার পরে সেই ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ সংগ্রহ করতে গিয়ে এমন অভিযোগ তোলেন শ্বাসকষ্টের রোগী বেগম সুলতানা খানমের ছেলে অ্যাডভোকেট শাহানূর ইসলাম।
ভুক্তভোগী শাহানূর ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে তার মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল। আজ শ্বাসকষ্ট বেশি হওয়ায় শনিবার দুপুরের দিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাঁর অবস্থা দেখে তাঁকে গ্যাস দিতে বলেন। এ সময় গ্যাস দেওয়া নেবুলাইজারে তরল সলিউশন ব্যবহার করা হয়। সলিউশন এর গায়ে লেখা তারিখ অনুযায়ী দেখা যায় প্রায় এক মাস আগেই সেটির মেয়াদোত্তীর্ণ হয়েছে।’
শাহানূর আরও বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মায়ের আগে আরেক ব্যক্তিকে ওষুধ প্রয়োগ করা হচ্ছিল সেটিরও মেয়াদ ফুরিয়ে গেছে। এরপর কর্তৃপক্ষকে বিষয়টি আমি অবহিত করলে তারা সেই ওষুধ প্রয়োগ বন্ধ করেন দেন।’
এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ সংরক্ষণাগারের স্টোর কিপার রুহুল আমিন জরুরি বিভাগের লোকজনের ওপর দায় দিয়ে বলেন, ‘ওষুধের স্টোর থেকে এই ওষুধ সরবরাহ করা হয়নি। জরুরি বিভাগের লোকজন কোথা থেকে এই ওষুধ পেয়েছেন ও তা প্রয়োগ করছেন তাও তার জানা নেই। তবে এমন ঘটনার কথা তিনিও নাকি শুনেছেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিগত বেশ কয়েক দিন ধরে এমন ঘটনা ঘটেছে হাসপাতালে। আজ জানার পরে সেই ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে নিখোঁজের ১৯ দিন পর মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের একটি ডোবা থেকে দেহ এবং আজ শনিবার সকালে মাথা ও হাত উদ্ধার করা হয়।
৭ মিনিট আগেবাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।
২২ মিনিট আগেপাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
৪৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
১ ঘণ্টা আগে