Ajker Patrika

শেরপুরে বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বালন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ১০
শেরপুরে বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বালন

ক্যাপশন: বগুড়ার শেরপুরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেরপুরে পৌর শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় সিপিবির উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, গৌতম সাহা, দিলিপ সাহা প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবশেষে আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়েও মানুষ সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত। লাখ লাখ শহীদের বলিদান বৃথা হতে বসেছে। ধনী ও গরিবের বৈষম্য দিনদিন বাড়ছে। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত