Ajker Patrika

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত
ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে ফরহাদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার গোদাগাড়ী থানার সামনে এ ঘটনা ঘটে।

ফরহাদ হোসেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মনিরুল ইসলাম বাবুর ছেলে। সে গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ফরহাদ দুপুরে গোসল করতে পদ্মা নদীতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফরহাদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত