Ajker Patrika

দুপুরে জামা-স্কুলব্যাগ কিনে দেয়নি মা, বিকেলে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২২: ৫২
দুপুরে জামা-স্কুলব্যাগ কিনে দেয়নি মা, বিকেলে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বগুড়া শাজাহানপুরে স্কুলপড়ুয়া এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। 

আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে সন্ধ্যা ৭টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

ওই শিক্ষার্থীর নাম মিম আকতার (১৪)। সে আড়িয়া রহিমাবাদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মিম ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। আব্দুর রাজ্জাক পেশায় ভ্যানচালক। 

মিমের মা রেবেকা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ শনিবার দুপুর ১টার দিকে মিমকে নিয়ে দোকান থেকে বোরকা কিনে দেই। তখন মিম আমার কাছে একটা থ্রিপিস আর স্কুলব্যাগ কিনে চায়। আমার সামর্থ্য নাই, জন্য সেটা দিতে পারি নাই। দুপুরে বাড়ি এসে আমরা একসাথে খাবার খাই। পরে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যাই। ফিরে এসে দেখি ঘরের দরজা বন্ধ। পরে দরজার ফাঁক দিয়ে দেখি, ঘরের আড়ার সাথে মিম ঝুলে আছে।’ 

এ ঘটনায় শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। থানায় একটি ইউডি মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত