Ajker Patrika

রাজশাহীর ট্রাভেল এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৭: ৪৯
রাজশাহীর ট্রাভেল এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের মতবিনিময়

রাজশাহীতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি তিন তারকা হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান শফিকুল ইসলাম। 

শফিকুল ইসলাম বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা। ইউএস-বাংলা এয়ারলাইনসের আরও চারটি রুটে ফ্লাইট বৃদ্ধি পাচ্ছে। সেগুলো হচ্ছে দিল্লি, হায়দরাবাদ, কুয়েত ও জেদ্দা। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে প্রথম দুটি এয়ারবাস-৩৩০ যুক্ত হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। এই এয়ারক্রাফটে মোট আসনসংখ্যা থাকবে ৪৩০টি। নতুন যুক্ত হতে যাওয়া এই এয়ারক্রাফট দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।’

বাংলাদেশি হজ, ওমরাহ পালনকারী যাত্রী ও প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হজ-ওমরাহ যাত্রীদের জন্য সুলভ মূল্যে হজ প্যাকেজ চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। যাত্রীরা এখন থার্ড ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বেশি ভাড়া ও ট্রানজিটের জন্য অতিরিক্ত সময় ব্যয় করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে থাকেন। দেশীয় যাত্রীদের এই ভোগান্তি দূর করতে ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ডিসেম্বর মাস থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। 

মতবিনিময় সভায় ইউএস-বাংলা এয়ারলাইনসের রাজশাহী শাখার বিপণন ও বিক্রয় বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. বাররু ইবনে আজম বর্ণসহ বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত