নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাজশাহীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন।
আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে রাজশাহীর সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। এ সময় শামসুজ্জামান শামসের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মাহবুব সিদ্দিকী বলেন, ‘প্রথম আলো সম্পাদকের মতো একজন বিশিষ্ট নাগরিককে হয়রানি এবং রাতের অন্ধকারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে ভুলে নেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা দেখতে পেয়েছি, সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ভিন্নমত ও সরকারের সমালোচনা দমনে এই আইনের লাগামহীন অপপ্রয়োগ চলছে। ফলে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। অনেক সাংবাদিক পেশা পরিবর্তন করছেন, অনেকে দেশ ছেড়েছেন। দেশে অনুসন্ধানী সাংবাদিকতা নেই বললেই চলে। ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চললেও এসব সংবাদ প্রকাশ কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে।’
মাহবুব সিদ্দিকী আরও বলেন, ‘কোনো সংবাদ প্রকাশে কেউ ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতেই পারেন এবং প্রচলিত আইনে প্রতিকারও চাইতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের আইনের শাসনের পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে গণমামলা দায়ের ও গ্রেপ্তার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক্স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কন্ঠরোধ করার মতো পরিস্থিতি তৈরি করবে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করার আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, আইনজীবী হাসনাত বেগ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাজশাহীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন।
আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে রাজশাহীর সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। এ সময় শামসুজ্জামান শামসের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মাহবুব সিদ্দিকী বলেন, ‘প্রথম আলো সম্পাদকের মতো একজন বিশিষ্ট নাগরিককে হয়রানি এবং রাতের অন্ধকারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে ভুলে নেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা দেখতে পেয়েছি, সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ভিন্নমত ও সরকারের সমালোচনা দমনে এই আইনের লাগামহীন অপপ্রয়োগ চলছে। ফলে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। অনেক সাংবাদিক পেশা পরিবর্তন করছেন, অনেকে দেশ ছেড়েছেন। দেশে অনুসন্ধানী সাংবাদিকতা নেই বললেই চলে। ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চললেও এসব সংবাদ প্রকাশ কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে।’
মাহবুব সিদ্দিকী আরও বলেন, ‘কোনো সংবাদ প্রকাশে কেউ ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতেই পারেন এবং প্রচলিত আইনে প্রতিকারও চাইতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের আইনের শাসনের পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে গণমামলা দায়ের ও গ্রেপ্তার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক্স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কন্ঠরোধ করার মতো পরিস্থিতি তৈরি করবে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করার আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, আইনজীবী হাসনাত বেগ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতিসহ সাত মামলার আসামি নজির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ইমামবাঐ গ্রামের বাসিন্দা।
১ মিনিট আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করবেন। গত ১৮ ফেব্রুয়ারি মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত।
১১ মিনিট আগে১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকা। তপ্ত দুপুরে মিছিলে যোগ দেন ছাত্রসহ বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের একজন আব্দুল জব্বার। মিছিল এগোতে পুলিশের গুলিতে...
৩৩ মিনিট আগেনোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে এরশাদ উল্যাহ (২৮) ও নাজমা আক্তার (৩৯) নামের দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং বালুর মাঠের ডা. রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক...
৪১ মিনিট আগে