Ajker Patrika

বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুতায়িতের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুতায়িতের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুতায়িতের ঘটনায় আহতদের মধ্যে চন্দন দে (৬০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৮টায় তিনি মারা যায়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জনে। 

চন্দন দে সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া জেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল রায়। 

নির্মল রায় জানান, গত ৭ জুলাই বিকেলে রথযাত্রা উৎসবে সেউজগাড়ি আমতলা এলাকায় রথের চূড়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শে ৫ জন নিহত হন এবং ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২৮ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুশান্ত পাল এবং চন্দন দেকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চন্দন দে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত