ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে বাড়িতে গিয়ে মারধর করে চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ রোববার দুপুরে বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পক্ষের আহত হয়েছেন তিনজন। আহতরা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়তারা গ্রামের আশরাফ আলী, মোশারফ হোসেন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুরুজ্জামান, উজ্জল হোসেন এবং সুমনদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। নুজ্জামানরা ক্ষেতলাল থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাস্তার তদন্ত করে আসেন। আশরাফ আলী, মোশারফ হোসেন পুলিশ আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানদের বাড়িতে আক্রমণ করেন। তাঁদের না পেয়ে নুরুজ্জামানের স্ত্রী জাহিদা বেগম, উজ্জলের স্ত্রী মুর্শিদা বেগম এবং আবুল কালামের ছেলে সুমন রহমানকে বেধড়ক মারপিট করেন। ওই সময় আশরাফ আলী, মোশারফ হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন জোরপূর্বক জাহিদা বেগমের মাথার চুল কেটে দেন।
আশরাফ আলী ও মোশারফ হোসেনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে তার মা জানান, তারা বাড়িতে নাই।
ভুক্তভোগীর স্বামী নুরুজ্জামান বলেন, তাঁদের বাবা দাদারা যে রাস্তা দিয়ে চলাচল করত সেই রাস্তা পেশি শক্তির জোরে বন্ধ করছে তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ওই বিষয়টি নিয়ে অনেক বার গ্রাম্য সালিস হয়েছে আশরাফ ও তাঁর সহযোগীরা বিচার মানে না।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে বাড়িতে গিয়ে মারধর করে চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ রোববার দুপুরে বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পক্ষের আহত হয়েছেন তিনজন। আহতরা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়তারা গ্রামের আশরাফ আলী, মোশারফ হোসেন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুরুজ্জামান, উজ্জল হোসেন এবং সুমনদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। নুজ্জামানরা ক্ষেতলাল থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাস্তার তদন্ত করে আসেন। আশরাফ আলী, মোশারফ হোসেন পুলিশ আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানদের বাড়িতে আক্রমণ করেন। তাঁদের না পেয়ে নুরুজ্জামানের স্ত্রী জাহিদা বেগম, উজ্জলের স্ত্রী মুর্শিদা বেগম এবং আবুল কালামের ছেলে সুমন রহমানকে বেধড়ক মারপিট করেন। ওই সময় আশরাফ আলী, মোশারফ হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন জোরপূর্বক জাহিদা বেগমের মাথার চুল কেটে দেন।
আশরাফ আলী ও মোশারফ হোসেনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে তার মা জানান, তারা বাড়িতে নাই।
ভুক্তভোগীর স্বামী নুরুজ্জামান বলেন, তাঁদের বাবা দাদারা যে রাস্তা দিয়ে চলাচল করত সেই রাস্তা পেশি শক্তির জোরে বন্ধ করছে তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ওই বিষয়টি নিয়ে অনেক বার গ্রাম্য সালিস হয়েছে আশরাফ ও তাঁর সহযোগীরা বিচার মানে না।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
বাসাভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় ভাড়াটিয়া পরিবারকে বাইরে থেকে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। পরে আত্মীয়স্বজনকে ফোন দিয়ে বিষয়টি জানায় ভুক্তভোগী পরিবার। প্রায় চার ঘণ্টা পর আত্মীয়স্বজন পুলিশের সহায়তায় তালা খুলে দিতে সক্ষম হন। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়া এলাকায়। পরে বাড়ির মালিক ইউসূফ
৮ মিনিট আগেচেয়ারম্যান ও সচিব ছিলেন কুলখানির দাওয়াতে। আর সেবার আশায় ইউনিয়ন পরিষদে এসে ঘণ্টাখানেক অপেক্ষার পর হতাশ হয়ে পড়েন আগত সাধারণ মানুষ। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা, তালা ঝুলিয়ে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের কক্ষে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেআজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের উদ্ধারে হিমছড়ি থেকে নাজিরারটেক সৈকত পর্যন্ত ২০-২২ কিলোমিটার উপকূলে উদ্ধার কার্যক্রম চালানো হয়। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে তল্লাশি অভিযানে অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কর্মকর্তার ধারণা, ওই দুই শিক্ষার্থী গুপ্তখালে
১৫ মিনিট আগেচট্টগ্রাম নগরের টেরিবাজারে প্রকাশ্যে ছুরির ভয় দেখিয়ে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে