নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তাঁর বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে সকালে ভুক্তভোগী ছাত্রী নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় তাঁর সামনে বসেছিলেন রানা। তিনি বারবার ওই ছাত্রীর পায়ের সঙ্গে নিজের পা স্পর্শ করছিলেন এবং একপর্যায়ে তার নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ শুরু করেন।
ওই ছাত্রী রানার এমন কর্মকাণ্ডের ভিডিও করে প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। রানাকে চিনতে পেরে সন্ধ্যায় ছাত্র-জনতা তাঁর বাড়ি গিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান রানা।
বুধবার দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ছাত্র-জনতা বাড়ি ঘেরাও করলে রানা তাঁর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ তাঁকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ ব্যাপারে শ্লীলতাহানির অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া রানা এর আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তাঁর বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে সকালে ভুক্তভোগী ছাত্রী নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় তাঁর সামনে বসেছিলেন রানা। তিনি বারবার ওই ছাত্রীর পায়ের সঙ্গে নিজের পা স্পর্শ করছিলেন এবং একপর্যায়ে তার নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ শুরু করেন।
ওই ছাত্রী রানার এমন কর্মকাণ্ডের ভিডিও করে প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। রানাকে চিনতে পেরে সন্ধ্যায় ছাত্র-জনতা তাঁর বাড়ি গিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান রানা।
বুধবার দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ছাত্র-জনতা বাড়ি ঘেরাও করলে রানা তাঁর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ তাঁকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ ব্যাপারে শ্লীলতাহানির অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া রানা এর আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। আর শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে
৪ মিনিট আগেলক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ শুক্রবার সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। ফলে সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলছে জেলা প্রশাসন।
৯ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হঠাৎ ধসে পড়েছে। এতে পানিতে তলিয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে আশপাশের ১০ গ্রাম। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাঁধটির প্রায় ৫০ মিটার অংশ ভেঙে পড়ে। প্রবল পানির চাপে ধসে যায় বাঁধসংলগ্ন সড়ক, উপড়ে পড়ে গাছপালা, আর কৃষিজমির...
১১ মিনিট আগে