Ajker Patrika

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৪
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বিজয়ের মাসে পাবনার ঈশ্বরদীতে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। আজ শুক্রবার দুপুর ১২টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে তাঁরা স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের সঙ্গে দেখা করে ঘটনার বিচার দাবি করেন। 

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের থানাপাড়ায় পূর্বশত্রুতার জেরে মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা তাঁর গলা টিপে ধরেন। এতে তিনি আহত হন। পরে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

এ সময় বক্তারা আগামীকাল শনিবারের মধ্যে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানিয়ে বলেন, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে রোববার ঈশ্বরদীতে জনসমাবেশ ও মানববন্ধন করবেন তাঁরা। 

ঘটনা সম্পর্কে ফজলুর রহমান ফান্টু জানান, তাঁর এলাকার আলতাফ হোসেন ও রিপন হোসেনের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত বিষয় নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে রিপন হোসেনের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর আলতাফ হোসেন ও রিপনসহ চার-পাঁচজন হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত ও আহত করে। একপর্যায়ে তাঁর গলা টিপে ধরলে তিনি আহত হন। এ সময় তাঁর স্ত্রী বিলকিস রহমান এগিয়ে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। 

তবে অভিযুক্ত আলতাফ হোসেন ও রিপন অভিযোগ অস্বীকার করেন। রিপন বলেন, ‘হামলার বিষয়টি ঠিক না।’ 

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তবে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত