Ajker Patrika

দুর্ঘটনাকবলিত ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। তখন পেছন থেকে একটি ট্রাক সামনের ট্রাকটিকে সজোরে ধাক্কা দিয়ে পড়ে থাকে। এর পৌনে দুই ঘণ্টা পর এই ট্রাকটিকে আবার পেছন থেকে সজোরে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান।

সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর পৌনে দুই ঘণ্টা আগে প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল। পরের দুর্ঘটনায় নিহত হেলপারের নাম সুমন হোসেন (২৬)। ময়মনসিংহের হালুয়াঘাটে তাঁর বাড়ি।

রাজশাহী নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, প্রথমে হঠাৎ একটি ট্রাক ব্রেক করলে পেছনের পাথরবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে পেছনের ট্রাকের চালক গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পৌনে দুই ঘণ্টা পর আরেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে হেলপার সুমন হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

এনসিপির নিবন্ধন: ২০০ ভোটারের শর্ত পূরণ হয়নি ২৫ উপজেলায়

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে লাগবে আলাদা অনুমোদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত