Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মালায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আব্দুল কাদের ও রয়েল বিশ্বাস। ছবি: সংগৃহীত
আব্দুল কাদের ও রয়েল বিশ্বাস। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে নাচোল আমলি আদালতের দ্বিতীয় বিচারক মোসা. ইসিতা শবনম জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর নাচোল থানায় মামলাটি করেন ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামের এস্তাব আলী। মামলায় আওয়ামী লীগের ২৬ জন নেতার নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে সকালে ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদীর কাছে আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাতেও চাঁদা দিতে না চাইলে তাঁকে মারধরসহ আমবাগানের ক্ষতি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত