Ajker Patrika

অভ্যুত্থানের পরপরই দুটি বড় অর্জন সরকারের ভাগ্য: ক্রীড়া উপদেষ্টা আসিফ 

রাবি প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৫
অভ্যুত্থানের পরপরই দুটি বড় অর্জন সরকারের ভাগ্য: ক্রীড়া উপদেষ্টা আসিফ 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অভ্যুত্থানের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার খেলাধুলার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে দুটি বড় অর্জন পেয়েছে, যা এ সরকারের ভাগ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনকালে আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘অভ্যুত্থানের পরপরই আমরা দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে আমরা জয়লাভ করেছি। অন্যদিকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের (সরকার) জন্য ভাগ্যই বলা যেতে পারে। কারণ আমরা তেমনভাবে কাজ করার সময় পাইনি। তবে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কাজ করে যাব।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মধ্যকার এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠা ঐক্যের চেতনাকে কাজে লাগিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘খেলার মধ্যে যে শক্তি আছে, তা আমাদের মধ্যে একটা উজ্জীবন তৈরি করে। আসলে মাঠে এগারো জন খেললেও আমরা আঠারো কোটি মানুষ এক হয়ে যাই। আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়। যেটাকে আমাদের জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে। আর সেই চেতনাকে কাজে লাগিয়ে দেশ গড়ার লড়াই চালিয়ে যেতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা স্মার্টফোন আসক্তিসহ বিভিন্ন কারণে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছি। খেলাধুলার ক্ষেত্রে প্রত্যেকের অংশগ্রহণ জরুরি। আমাদেরকে এই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিজেদের জায়গা থেকে মাঠে খেলার জন্য ছোটদের উদ্বুদ্ধ করতে হবে।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত