Ajker Patrika

৭ মাসের সন্তানকে কেড়ে নিল বাবা, ফিরে পেতে থানায় মা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  
শিশুসন্তানকে ফিরে পেতে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী স্ত্রী। ছবি: আজকের পত্রিকা
শিশুসন্তানকে ফিরে পেতে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুসন্তানকে কেড়ে নিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে তাঁর স্বামীর বিরুদ্ধে। উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর ভিটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে কন্যাসন্তানকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুর মা রিপা খাতুন (২০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ভিটাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী রিপাকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁদের কন্যাসন্তান মিসরাত জাহানকে (৭ মাস) কেড়ে নেন। পরে রিপা খাতুনকে বাড়ি থেকে বের করে দেন শরিফুল।

থানায় উপস্থিত ভুক্তভোগী রিপা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘সাত মাসের কন্যাসন্তানকে কেড়ে নিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী শরিফুল। বিভিন্ন মারফতে ফেরত চেয়েও আমার সন্তানকে ফেরত দিচ্ছে না সে। ২০ ঘণ্টা পার হয়ে গেল, তার বয়স মাত্র সাত মাস। সে বুকের দুধপান করে। আমার সন্তান এখনো না খেয়ে আছে। আমি আমার সন্তানকে ফেরত চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে দুর্গাপুর থানার পরিদর্শক (এসআই) শাহাজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। অভিযান দেওয়ার প্রস্তুতি চলছে। সাত মাসের সন্তান। সে মায়ের কাছে থাকবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত শিশুসন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত