দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুসন্তানকে কেড়ে নিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে তাঁর স্বামীর বিরুদ্ধে। উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর ভিটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে কন্যাসন্তানকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুর মা রিপা খাতুন (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ভিটাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী রিপাকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁদের কন্যাসন্তান মিসরাত জাহানকে (৭ মাস) কেড়ে নেন। পরে রিপা খাতুনকে বাড়ি থেকে বের করে দেন শরিফুল।
থানায় উপস্থিত ভুক্তভোগী রিপা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘সাত মাসের কন্যাসন্তানকে কেড়ে নিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী শরিফুল। বিভিন্ন মারফতে ফেরত চেয়েও আমার সন্তানকে ফেরত দিচ্ছে না সে। ২০ ঘণ্টা পার হয়ে গেল, তার বয়স মাত্র সাত মাস। সে বুকের দুধপান করে। আমার সন্তান এখনো না খেয়ে আছে। আমি আমার সন্তানকে ফেরত চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে দুর্গাপুর থানার পরিদর্শক (এসআই) শাহাজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। অভিযান দেওয়ার প্রস্তুতি চলছে। সাত মাসের সন্তান। সে মায়ের কাছে থাকবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত শিশুসন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হবে।’
রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুসন্তানকে কেড়ে নিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে তাঁর স্বামীর বিরুদ্ধে। উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর ভিটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে কন্যাসন্তানকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুর মা রিপা খাতুন (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ভিটাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী রিপাকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁদের কন্যাসন্তান মিসরাত জাহানকে (৭ মাস) কেড়ে নেন। পরে রিপা খাতুনকে বাড়ি থেকে বের করে দেন শরিফুল।
থানায় উপস্থিত ভুক্তভোগী রিপা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘সাত মাসের কন্যাসন্তানকে কেড়ে নিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী শরিফুল। বিভিন্ন মারফতে ফেরত চেয়েও আমার সন্তানকে ফেরত দিচ্ছে না সে। ২০ ঘণ্টা পার হয়ে গেল, তার বয়স মাত্র সাত মাস। সে বুকের দুধপান করে। আমার সন্তান এখনো না খেয়ে আছে। আমি আমার সন্তানকে ফেরত চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে দুর্গাপুর থানার পরিদর্শক (এসআই) শাহাজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। অভিযান দেওয়ার প্রস্তুতি চলছে। সাত মাসের সন্তান। সে মায়ের কাছে থাকবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত শিশুসন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হবে।’
সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। আতঙ্কে অনেকে পেশা ত্যাগ করছেন। অনেকে আবার কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।
৪ মিনিট আগেবড় কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল। তাতে ছেড়ে দেওয়া হলো বেসনে চুবানো বেগুন। হয়ে গেল বেগুনি। গরম তেলে ভেজে ওঠানো হয়েছে ডিম চপ, পেঁয়াজু, পাকোড়া। পাশেই তৈরি হচ্ছে কাবাব। তেল, মসলা আর মাংসের ঘ্রাণে পূর্ণ চকবাজার শাহি জামে মসজিদের সামনের গলি।
৮ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
১৫ মিনিট আগেসম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
১৯ মিনিট আগে