রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। এ সময় ধোঁয়ায় শাপিন প্রামাণিক (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে নওগাঁ, রাণীনগর ও আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত শাপিন ওই গ্রামের আফছার আলীর ছেলে। এদিকে অগ্নিকাণ্ডের খবরে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।
শাপিনের বড় ভাই সেকেন্দার আলী বলেন, ‘রাত অনুমান সোয়া একটায় বাড়িতে আগুন লাগলে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাণীনগর, নওগাঁ ও আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তিন ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমাদের সাত ভাইয়ের মাটির দোতলা সাতটি বাড়ি, আসবাব, ধান, চাল, সরিষাসহ সব মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন শাপিনের ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করেন।’
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউল হক বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ এবং আদমদীঘি থেকে আরও দুটি ইউনিট নিয়ে আসি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। শাপিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত ধোঁয়ায় তাঁর মৃত্যু হয়।’
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসহায়তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি ও পুনর্বাসনে সার্বিক সহায়তা করা হবে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুনে নিহতের ঘটনায় শাপিনের স্ত্রী মরিয়ম নেছা পপি বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
নওগাঁর রাণীনগরে আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। এ সময় ধোঁয়ায় শাপিন প্রামাণিক (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে নওগাঁ, রাণীনগর ও আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত শাপিন ওই গ্রামের আফছার আলীর ছেলে। এদিকে অগ্নিকাণ্ডের খবরে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।
শাপিনের বড় ভাই সেকেন্দার আলী বলেন, ‘রাত অনুমান সোয়া একটায় বাড়িতে আগুন লাগলে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাণীনগর, নওগাঁ ও আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তিন ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমাদের সাত ভাইয়ের মাটির দোতলা সাতটি বাড়ি, আসবাব, ধান, চাল, সরিষাসহ সব মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন শাপিনের ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করেন।’
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউল হক বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ এবং আদমদীঘি থেকে আরও দুটি ইউনিট নিয়ে আসি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। শাপিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত ধোঁয়ায় তাঁর মৃত্যু হয়।’
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসহায়তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি ও পুনর্বাসনে সার্বিক সহায়তা করা হবে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুনে নিহতের ঘটনায় শাপিনের স্ত্রী মরিয়ম নেছা পপি বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
কিছু কিছু লোক বিদেশে টাকা পাচার করার জন্যই কল-কারখানা করেছেন বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভালো মালিকও আছেন যাদের কারণে রপ্তানি বাড়ছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে জাতীয় পেশাগত...
১৬ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তিতে সিজারিয়ান অপারেশনের ত্রুটিজনিত ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছেন নিহতের স্বজনরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুর বাজার এলাকার শাহরাস্তি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১ টা) হাসপাতালটি..
৩০ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
২ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
২ ঘণ্টা আগে