Ajker Patrika

আগুনে সাত ঘর পুড়ে ছাই, ধোঁয়ায় যুবকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৬: ২৩
আগুনে সাত ঘর পুড়ে ছাই, ধোঁয়ায় যুবকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। এ সময় ধোঁয়ায় শাপিন প্রামাণিক (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনের খবর পেয়ে নওগাঁ, রাণীনগর ও আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

নিহত শাপিন ওই গ্রামের আফছার আলীর ছেলে। এদিকে অগ্নিকাণ্ডের খবরে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। 

শাপিনের বড় ভাই সেকেন্দার আলী বলেন, ‘রাত অনুমান সোয়া একটায় বাড়িতে আগুন লাগলে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাণীনগর, নওগাঁ ও আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তিন ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমাদের সাত ভাইয়ের মাটির দোতলা সাতটি বাড়ি, আসবাব, ধান, চাল, সরিষাসহ সব মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন শাপিনের ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করেন।’ 

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউল হক বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ এবং আদমদীঘি থেকে আরও দুটি ইউনিট নিয়ে আসি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। শাপিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত ধোঁয়ায় তাঁর মৃত্যু হয়।’ 

মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসহায়তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি ও পুনর্বাসনে সার্বিক সহায়তা করা হবে। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুনে নিহতের ঘটনায় শাপিনের স্ত্রী মরিয়ম নেছা পপি বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত