গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৬ ইউনিয়নে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসুচীর কাজ শেষ হলেও মজুরির টাকা পাচ্ছেনা ৯৮১ শ্রমিক। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এসব শ্রমিকের। মজুরি বাবদ শ্রমিকদের প্রাপ্য রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সুত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২১৯ জন বিয়াঘাটে ১২৯ জন খুবজীপুরে ১০৮ জন মশিন্দায় ১৬৮ জন ধারাবারিষায় ১৭৫ জন এবং চাপিলায় ১৮২ জনসহ মোট ৯৮১ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত ২৯ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪০০ টাকা দিন হাজিরা চুক্তি কাজ করেছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত এসব শ্রমিকের মুজরির টাকা প্রতি সপ্তাহে তাঁদের মুঠোফোনে আসার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও মজুরির টাকা পাননি তারা।
ভুক্তভোগীদের টাকা না পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ‘তালিকাভুক্ত শ্রমকিদের বেশিরভাগই অতি দরিদ্র। মজুরির টাকায় তাঁদের সংসার চলে। কাজ শেষ হওয়ার পরও মজুরির টাকা না পাওয়ায় প্রতিদিন শ্রমিকদের কষ্টের কথা শুনতে হচ্ছে।’
উপজেলার অন্য ইউপির চেয়ারম্যানেরা বলেন, হতদরিদ্র শ্রমিকেরা তাঁদের মজুরির টাকার ওপর নির্ভর করে সংসার চালানোসহ বিভিন্ন এনজিওর কিস্তির টাকা দিয়ে থাকেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর মজুরির টাকা না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন শ্রমিকেরা।
এদিকে, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানোর পর নাজিরপুর ইউনিয়র বাদে অন্য ইউনিয়নের শ্রমিকেরা মাত্র ৫ দিনের করে মজুরির টাকা পেলেও এখনো ৩৫ দিনের মজুরির টাকা বকেয়া রয়েছে বলে জানান সংশ্লিষ্ট চেয়ারম্যানেরা। রমজান ও ঈদকে ঘিরে শ্রমিকদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছর থেকে শ্রমিকদের মজুরির টাকা নিজ নিজ মুঠোফোনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারনে তালিকাভুক্ত শ্রমিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে অনলাইনে পাঠানো হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারনে মজুরির টাকা পেতে দেড়ি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৬ ইউনিয়নে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসুচীর কাজ শেষ হলেও মজুরির টাকা পাচ্ছেনা ৯৮১ শ্রমিক। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এসব শ্রমিকের। মজুরি বাবদ শ্রমিকদের প্রাপ্য রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সুত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২১৯ জন বিয়াঘাটে ১২৯ জন খুবজীপুরে ১০৮ জন মশিন্দায় ১৬৮ জন ধারাবারিষায় ১৭৫ জন এবং চাপিলায় ১৮২ জনসহ মোট ৯৮১ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত ২৯ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪০০ টাকা দিন হাজিরা চুক্তি কাজ করেছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত এসব শ্রমিকের মুজরির টাকা প্রতি সপ্তাহে তাঁদের মুঠোফোনে আসার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও মজুরির টাকা পাননি তারা।
ভুক্তভোগীদের টাকা না পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ‘তালিকাভুক্ত শ্রমকিদের বেশিরভাগই অতি দরিদ্র। মজুরির টাকায় তাঁদের সংসার চলে। কাজ শেষ হওয়ার পরও মজুরির টাকা না পাওয়ায় প্রতিদিন শ্রমিকদের কষ্টের কথা শুনতে হচ্ছে।’
উপজেলার অন্য ইউপির চেয়ারম্যানেরা বলেন, হতদরিদ্র শ্রমিকেরা তাঁদের মজুরির টাকার ওপর নির্ভর করে সংসার চালানোসহ বিভিন্ন এনজিওর কিস্তির টাকা দিয়ে থাকেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর মজুরির টাকা না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন শ্রমিকেরা।
এদিকে, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানোর পর নাজিরপুর ইউনিয়র বাদে অন্য ইউনিয়নের শ্রমিকেরা মাত্র ৫ দিনের করে মজুরির টাকা পেলেও এখনো ৩৫ দিনের মজুরির টাকা বকেয়া রয়েছে বলে জানান সংশ্লিষ্ট চেয়ারম্যানেরা। রমজান ও ঈদকে ঘিরে শ্রমিকদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছর থেকে শ্রমিকদের মজুরির টাকা নিজ নিজ মুঠোফোনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারনে তালিকাভুক্ত শ্রমিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে অনলাইনে পাঠানো হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারনে মজুরির টাকা পেতে দেড়ি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীতে চালানো অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেকুমিল্লা সদর দক্ষিণে লালমাই পাহাড়ে আবারও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। উপজেলার বারপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে (চারাবাড়ি) বসতঘর নির্মাণের জন্য মাটি খননের সময় ঘরের দেয়াল ও প্রাচীন কাঠামোর অংশবিশেষ পাওয়া যায়।
২ ঘণ্টা আগেরাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
৭ ঘণ্টা আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
৭ ঘণ্টা আগে