Ajker Patrika

রানীনগরে আটক বিএনপি নেতাকে ককটেল হামলা মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
রানীনগরে আটক বিএনপি নেতাকে ককটেল হামলা মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

নওগাঁর রানীনগরে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান গোলামকে (৪৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে আটক করার পর তাঁকে ককটেল হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

উপজেলার রাতোয়াল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান গোলাম কালীগ্রাম ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২ নভেম্বর রাতে উপজেলার রানীনগর-ঝিনা সড়কের বিষ্ণুপুর এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে। তাতে আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মী আহত হয়। ওই ঘটনায় জয়নাল সরদার নামের এক আওয়ামী লীগ সমর্থক বাদী হয়ে থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, ককটেল হামলার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান গোলামকে আজ ভোরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত