Ajker Patrika

আট শতাধিক শিক্ষার্থীর অস্বাভাবিক ফল, প্রধান শিক্ষকের ওপর চড়াও অভিভাবকেরা

বগুড়া প্রতিনিধি
আট শতাধিক শিক্ষার্থীর অস্বাভাবিক ফল, প্রধান শিক্ষকের ওপর চড়াও অভিভাবকেরা

বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দেওয়া আট শতাধিক শিক্ষার্থীর ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলছেন, কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার ফল প্রকাশের পরপরই এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ অভিভাবকেরা জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিনের ওপর চড়াও হন। পরে কয়েকজন শিক্ষার্থী পরিস্থিতি সামাল দেয়।

জানা গেছে, কেন্দ্রটিতে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে অনাকাঙ্ক্ষিতভাবে নম্বর কম এসেছে। ফলে কয়েক শ শিক্ষার্থী আশানুরূপ ফল পায়নি। সবাই সে বিষয়ে পেয়েছে বি-গ্রেড।

অভিভাবকদের দাবি, তাঁদের সন্তানেরা অন্যান্য বিষয়ে ৯৫-৯৬ নম্বরের মতো উচ্চ নম্বর পেলেও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে অস্বাভাবিক কম নম্বর পেয়েছে। এই কেন্দ্রের অধীন ৮৮৩ জন শিক্ষার্থীর ফলাফলে এই চিত্র দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, করনেশন, পৌর স্কুল, সেন্ট্রাল স্কুল, দারুল ইসলাম নৈশ বিদ্যালয়, আলোর মেলা কেজি এবং কালেক্টরেট স্কুল। এতে অনেকের নম্বর কম আসায় তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন ত্রুটির কথা স্বীকার করে বলেন, ‘কারিগরি সমস্যার কারণে ৫০ নম্বরের পরিবর্তে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ২৫ নম্বর হয়েছে।’ তিনি জানান, ইতিমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আগামী রোববারের (১৩ জুলাই) মধ্যে ফলাফল সংশোধনের আশ্বাস পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত