Ajker Patrika

উত্তরের ১৬ জেলার সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৬
বন্ধ ঘোষণা করার পর উত্তরের একটি পেট্রল পাম্প। ছবি: আজকের পত্রিকা
বন্ধ ঘোষণা করার পর উত্তরের একটি পেট্রল পাম্প। ছবি: আজকের পত্রিকা

উত্তরবঙ্গের ১৬টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল ৮টা থেকে পট্রল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দিয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ বুধবার সকাল থেকে পেট্রল পাম্প বন্ধ রয়েছে। অনেকে এ ঘোষণা আগে জানতে না পেরে পাম্পে তেল নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।

পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় শাখার জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁর সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তাতে পেট্রল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ।

এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব দিয়ে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।’

বন্ধ ঘোষণা করার পর উত্তরের একটি পেট্রল পাম্প। ছবি: আজকের পত্রিকা
বন্ধ ঘোষণা করার পর উত্তরের একটি পেট্রল পাম্প। ছবি: আজকের পত্রিকা

সংগঠনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁয় হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয়েছে। অতি উৎসাহিতভাবে ড্রেন খুঁড়ে দেওয়া হয়, যেন পাম্পে গাড়ি ঢুকতে না পারে। আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়। কোনো নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরোনো পাম্পে কখনো এ ধরনের অভিযান দেখা যায়নি। এর প্রতিবাদে এমন কর্মসূচি দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে পেট্রল পাম্প বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত