Ajker Patrika

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২১: ৪৯
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় শহরের উকিলপাড়া ন্যাশনাল মডেল স্কুল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

পরে বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। সভাপতিত্ব করেন আজকের পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সিয়াম সাহারিয়া।

প্রেসক্লাবের অর্থ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শফিক ছোটন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আলম ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর ইসলাম রতন, ওবায়দুল হক, আব্দুর রউফ পাভেল, ফরিদুল ইসলাম, তৌহিদ ইসলাম, আব্দুল মান্নান, রিফাত হোসেন সবুজ, সুমন আলী, রুবেল হোসেন, স্থানীয় ব্যবসায়ী শাকিল হোসেন, মাজেদুর রহমান এবং আজকের পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান, রাণীনগর প্রতিনিধি সাহাজুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি অরিন্দম মাহমুদ ও নিয়ামতপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত