Ajker Patrika

নিখোঁজের পরদিন নদ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নিখোঁজের পরদিন নদ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদ থেকে মন্টু মিয়া (৬৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার নন্দীকুজা এলাকায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে। 

মন্টু মিয়া পাশের লালপুর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি নন্দীকুজা এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। 

জানা গেছে, শনিবার দুপুরে মন্টু মিয়া বড়াল নদে গোসল করতে যান। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে নদের পাড়ে তাঁর লুঙ্গি ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনরা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালায়। পরদিন রোববার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। 

দয়ারামপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়। 

দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের তথ্য নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত