বগুড়া অফিস
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেকর্ডরুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যেহেতু ভেতরে মূল্যবান কাগজপত্র ও সরকারি নথি সংরক্ষিত ছিল এ কারণে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেই দিক বিবেচনায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরও অনেক নথি পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষে পুরোনো একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। দুদিনের টানা বর্ষণে সম্ভবত সেখান থেকে শর্টসার্কিট তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু কাগজপত্র ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের (নেসকো) প্রতিনিধি থাকবেন বলে জানান তিনি।
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেকর্ডরুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যেহেতু ভেতরে মূল্যবান কাগজপত্র ও সরকারি নথি সংরক্ষিত ছিল এ কারণে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেই দিক বিবেচনায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরও অনেক নথি পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষে পুরোনো একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। দুদিনের টানা বর্ষণে সম্ভবত সেখান থেকে শর্টসার্কিট তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু কাগজপত্র ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের (নেসকো) প্রতিনিধি থাকবেন বলে জানান তিনি।
হবিগঞ্জ জেলায় ১১৯টি ইটভাটা চলছে। এর মধ্যে ২৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া। এসব ইটভাটার কালো ধোঁয়া, ধুলা-বালু আর বিষাক্ত গ্যাসে আশপাশের জমির ফসল, বসতবাড়ির গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধোঁয়ায় ইটভাটার আশপাশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
২৩ মিনিট আগেসাতক্ষীরা জেলাব্যাপী আম পাড়ার ধুম পড়েছে। এবার আমের ব্যাপক ফলন হলেও দাম নিয়ে হতাশার কথা জানিয়েছেন চাষিরা। তাঁরা বলছেন, বাজারে পাইকারি যে দামে আম বিক্রি হচ্ছে, তাতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
২৭ মিনিট আগেরংপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপির মহিলা সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ওই নারী। ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে পরিষদে বসেন না চেয়ারম্যান। এতে করে সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
৩২ মিনিট আগেসুপেয় পানির সংকট নেই, এমন বাড়িতেও বৃষ্টির পানি ধরে রাখার জন্য ট্যাংক রাখা হয়েছে। এমন ট্যাংক দেওয়ার জন্য নেওয়া হয়েছে ঘুষ। এদিকে যেসব ট্যাংক দেওয়া হয়েছে, সেগুলো নিম্নমানের। কিছুদিন পরই সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে