Ajker Patrika

ট্রেনের তেল বিক্রির দায়ে বরখাস্ত লোকোমাস্টার, তিন সদস্যের তদন্ত কমিটি

লালপুর (নাটোর) প্রতিনিধি
ট্রেনের তেল বিক্রির দায়ে বরখাস্ত লোকোমাস্টার, তিন সদস্যের তদন্ত কমিটি

নাটোরের লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল বিক্রির দায়ে পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিনকে (৩৬) সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। 

তিনি জানান, আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল তেল বিক্রির দায়ে পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিনক সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন-অর রশীদকে আহ্বায়ক এবং পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আরিফুল ইসলাম আরিফ ও পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এ কে এম সালেহ আকরামকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল রোববার দিবাগত রাত ১০টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের বৈদ্যুতিক কার্যালয় থেকে কন্ট্রোল অর্ডারের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুজ্জামান রোমেল বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরএনবি একটি মামলা দায়েরে করেছে। সোমবার জব্দকৃত আলামতসহ আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত