আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে হলহলিয়া রেল সেতুর দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজাহার আলী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি নদীতে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজাহার আলীর ছেলে আজিজুল হক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামেন। তখনো হয়তো ঘুম কাটেনি। নদীতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাবাকে আর বাঁচাতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদুর আলম বলেন, নদীতে গোসল করতে নেমে নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে হলহলিয়া রেল সেতুর দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজাহার আলী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি নদীতে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজাহার আলীর ছেলে আজিজুল হক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামেন। তখনো হয়তো ঘুম কাটেনি। নদীতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাবাকে আর বাঁচাতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদুর আলম বলেন, নদীতে গোসল করতে নেমে নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক কর্মকর্তাকে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ঢুকে তাঁকে প্রকাশ্যে জুতাপেটা করেন প্রকৌশল শাখার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী মতিউর রহমান।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত কলেজশিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহান
২০ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের ছোট যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে এ হামলার ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেপাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর প্রধান মহানগর আদালত-৩-এ তাঁকে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।
১ ঘণ্টা আগে